By Uriel Erdman12 Feb, 202414 mins read
1,950 views
8 comments
Fugit cumque id dolorem excepturi et ipsa. Voluptatum perspiciatis ea iure voluptate culpa voluptas corporis. Officiis voluptatem qui iusto quibusdam sit sed sit.
অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পরিচালক
অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালিউড পরিচালক সৌম্যজিৎ আদক। দক্ষিণ কলকাতার এক উঠতি অভিনেত্রী অভিযোগ এনেছেন, কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সৌম্যজিৎ।
ওই অভিনেত্রীর অভিযোগ, রবীন্দ্র সরোবর এলাকায় একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। কাজ দেওয়ার কথা বলে সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘যদিও টালিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন।’
পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের পর গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে দেখা হচ্ছে। সৌম্যজিৎ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করছেন। তার কথার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এফআইআর অনুযায়ী, আগস্ট মাস নাগাদ ঘটনাটি ঘটেছে, ৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে।
সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম না। এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ধরনের নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে পুলিশ কেস হয়নি এর আগে।
সৌম্যজিৎ আদক একাধিক ছবিতে পরিচালনা এবং সহ-পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল, ‘তিলোত্তমা’। অভিনয়ে ছিলেন- পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল-তৃণা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘গুলদাস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ।
তারেক জিয়া ঢাকায় আসবে খালেদা জিয়ার সাথে
বহুল আলোচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। দীর্ঘ প্রবাস জীবন শেষে তার এই দেশে ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এক যুগের অভিনয়জীবনে ছয় বছরের বেশি শুধু সিনেমায় কাজ করছেন সিয়াম আহমেদ। প্রথম চলচ্চিত্র পোড়ামন ২-এই তাঁর একটা রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে। পরেও ‘লাভার বয়’ হিসেবে পরিচিতি পেয়েছেন সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যে কয়টা চলচ্চিত্র করেছেন, সব কটিতেই তিন প্রেমিক হিরো। তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে অ্যান্টিহিরো হিসেবে নিজেকে চেনানোর চেষ্টা তাঁর মধ্যে আছে। ওয়েব সিরিজ ‘টিকিট’-এ তাঁর সেই দিকটাকেই উপস্থাপনের চেষ্টা কর