• Fri, Sep 2025

ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত ১৩, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান

ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত ১৩, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান

ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় বেসরকারি মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্পিডবোটটি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ফেরিটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক শিশুসহ দুই যাত্রী এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে আজ বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চলছে।

ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় বেসরকারি মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্পিডবোটটি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ফেরিটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক শিশুসহ দুই যাত্রী এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে আজ বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চলছে।

আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কোস্টগার্ডের উদ্ধারকারী সদস্যরা অন্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে নিখোঁজ যাত্রীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন।

prothomalo-bangla%2F2024-12-19%2Fwelnz7q0%2FIndia.jpg?rect=133%2C0%2C1013%2C675&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.3

নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নীল কমল নামের ফেরিটি ডুবে যায় ছবি: এএনআই 

ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় বেসরকারি মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্পিডবোটটি ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ফেরিটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় এক শিশুসহ দুই যাত্রী এখনো নিখোঁজ। তাঁদের সন্ধানে আজ বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চলছে।

আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কোস্টগার্ডের উদ্ধারকারী সদস্যরা অন্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে নিখোঁজ যাত্রীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। 

গতকাল বুধবার বিকেল ৪টার দিকে মুম্বাইয়ের কারাঞ্জা এলাকায় নৌবাহিনীর পরীক্ষামূলকভাবে চালানো একটি স্পিডবোট নীল কমল নামের ওই ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিটি ডুবে যায়। কোস্টগার্ড এবং অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা কমপক্ষে ১০০ জনকে উদ্ধার করেছেন।

নৌবাহিনীর স্পিডবোটটিতে নতুন ইঞ্জিন লাগিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির চার সদস্যসহ ছয় ব্যক্তি ওই স্পিডবোটে ছিলেন। আর ফেরিটি যাত্রী নিয়ে গেটওয়ে অব ইন্ডিয়া থেকে জনপ্রিয় পর্যটনস্থল এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে যাচ্ছিল।

পুলিশ সূত্র বলছে, এ ঘটনার যথাযথ কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।

নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, ‘কীভাবে ইঞ্জিন বিকল হলো, তা আমরা অনুসন্ধান করব। এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তা–ও নিশ্চিত হব।’

এ ঘটনায় ফেরির এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।

Henry Langosh

Queen. 'Never!' said the King. 'I can't explain MYSELF, I'm afraid, but you might do very well.