নার্ভাস তো হবই, উনি যে সালমান খান
সালমান খানের আগামী ছবি ‘সিকান্দার’-এ ভাইজানের নায়িকা হচ্ছেন রাশমিকা মান্দানা। এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান। এই প্রথম হিন্দি ছবি, যেখানে আমি নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছি। তাই আরও বেশি রোমাঞ্চিত।