সুতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্য, সামনে যা ঘটতে পারে
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফাইল ছবি: রয়টার্স
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও তাঁর একসময়ের ঘনিষ্ঠ মিত্র। এ থেকেই ট্রুডোর ভাগ্য সুতায় ঝুলতে শুরু করেছে।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড—কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। গত সোমবার প্রধানমন্ত্রী ট্রুডোর উদ্দেশে খোলাচিঠি লিখে পদত্যাগ করেন তিনি। কারণ হিসেবে সরকারি ব্যয় নিয়ে সরকারপ্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডার এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথের কথা জানান ফ্রিল্যান্ড।
ট্রুডোর সঙ্গে সদ্য পদত্যাগ করা উপপ্রধানমন্ত্রীর বিরোধ মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কানাডার পণ্যে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়াকে ঘিরে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে চরম আঘাত হানতে পারে।
কানাডার সংসদীয় রাজনীতিতে, এমনকি জাস্টিন ট্রুডোর নিজ দল লিবারেল পার্টির কিছু সদস্যের মধ্যেও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এমন সংকটময় সময়ে আসলেই কি তিনি নেতৃত্ব দিতে সক্ষম? এখন ট্রুডো কী করবেন?