• Fri, Sep 2025

নাগার সঙ্গে বিচ্ছেদের পর এই বাড়ি কিনেছেন সামান্থা, অন্দরমহল দেখুন ছবিতে

নাগার সঙ্গে বিচ্ছেদের পর এই বাড়ি কিনেছেন সামান্থা, অন্দরমহল দেখুন ছবিতে

‘সিটাডেল: হানি বানি’ সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আরেক দিকে চলছে সামান্থার প্রাক্তন জীবনসঙ্গী নাগা চৈতন্যর বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। নাগার সঙ্গে বিচ্ছেদের পর একটি বাড়ি কেনেন সামান্থা। হায়দরাবাদের সেই বাড়ির অনন্দরসজ্জার একটা বড় অংশ নিজেই করেছেন সামান্থা। ছবিতে দেখে নেওয়া যাক সেই বাড়ির অন্দর।

২০২১ সালের অক্টোবরে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। তারপর আলাদা থাকার জন্য এই বাড়ি কেনেন ২০২২ সালে। এর আগে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য সামান্থা ও নাগা চৈতন্য মিলে একটি বাড়ি কিনেছিলেন। বিচ্ছেদের পর সেই বাড়ি থেকে বের হয়ে আসেন সামান্থা।ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল

prothomalo-bangla%2F2024-12-04%2Fz0mo1ql5%2Fsamantharuthprabhuoffl160155339224103270143778963164085942518.jpg

‘সিটাডেল: হানি বানি’ সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আরেক দিকে চলছে সামান্থার প্রাক্তন জীবনসঙ্গী নাগা চৈতন্যর বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। নাগার সঙ্গে বিচ্ছেদের পর একটি বাড়ি কেনেন সামান্থা। হায়দরাবাদের সেই বাড়ির অনন্দরসজ্জার একটা বড় অংশ নিজেই করেছেন সামান্থা। ছবিতে দেখে নেওয়া যাক সেই বাড়ির অন্দর।

বাড়িটি সামান্থা কত দিয়ে কিনেছেন, তা জানা যায়নি। তবে নিজের উপার্জিত টাকা দিয়েই কিনেছেন। কেননা বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবারের পক্ষ থেকে ২০০ কোটি রুপি ভরণপোষণের অর্থ প্রত্যাখ্যান করেছিলেন সামান্থা। 

বাড়িটি সামান্থা কত দিয়ে কিনেছেন, তা জানা যায়নি। তবে নিজের উপার্জিত টাকা দিয়েই কিনেছেন। কেননা বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবারের পক্ষ থেকে ২০০ কোটি রুপি ভরণপোষণের অর্থ প্রত্যাখ্যান করেছিলেন সামান্থা।ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল

 

Gisselle Rohan

Will you, won't you, won't you, will you, won't you, won't you join the dance. Would not, could.