• Fri, Sep 2025

প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্নারুম্মার মুখ

প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্নারুম্মার মুখ

জিয়ানলুইজি দোন্নারুম্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের ছবি দেখে এই শব্দটাই বেরোবে মুখ থেকে। কাল রাতে ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে মুখে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান গোলরক্ষক। প্রতিপক্ষের বুটের স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে দোন্নারুম্মার মুখের ডান পাশ।

জিয়ানলুইজি দোন্নারুম্মার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের ছবি দেখে এই শব্দটাই বেরোবে মুখ থেকে। কাল রাতে ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের ম্যাচে মুখে মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান গোলরক্ষক। প্রতিপক্ষের বুটের স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে দোন্নারুম্মার মুখের ডান পাশ। 

মোনাকোর স্তাদ লুই দ্য সেকেন্ডে ম্যাচের ১৭ মিনিটে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে দোন্নারুম্মার ডান চোখের নিচে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ধাবমান সিঙ্গো থামতে না পেরে চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে, কিন্তু তাঁর বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে মুখে। তাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ। 

এই দুর্ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো।  

prothomalo-bangla%2F2024-12-19%2Fc2mbm9j7%2F461220
মারাত্মক এই আঘাতে মাঠ ছাড়তে হয় পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মাকেএএফপি

পরে সিঙ্গোকে কার্ড না দেখানোর সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মারকিনিওস, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’ 

Uriel Erdman

I shall have to go on till you come to the jury. They were just beginning to see if she were.