• Fri, Sep 2025

২০২৪ সালের অন্দরসজ্জা কেমন হবে?

২০২৪ সালের অন্দরসজ্জা কেমন হবে?

২০২৪ সালে এ দেশের অন্দরসজ্জায় থাকছে মেটে রং, হালকা আসবাব এবং প্রাণ ও প্রকৃতির ছোঁয়া। উজ্জ্বল রঙের ব্যবহার সীমিত রাখা হচ্ছে নির্দিষ্ট কোনো কোনো জায়গায়। দেয়ালসজ্জায় বৈচিত্র্যময় অনুষঙ্গও দেখা যেতে পারে। দেশজ কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থাপন করে—এমন অনুষঙ্গ যেমন থাকছে, তেমনি বৈশ্বিক পরিসরে সমাদৃত ধারা এবং রংও জায়গা করে নিতে পারে এ দেশের অন্দরে।

Alice, rather alarmed at the.

২০২৪ সালে এ দেশের অন্দরসজ্জায় থাকছে মেটে রং, হালকা আসবাব এবং প্রাণ ও প্রকৃতির ছোঁয়া। উজ্জ্বল রঙের ব্যবহার সীমিত রাখা হচ্ছে নির্দিষ্ট কোনো কোনো জায়গায়। দেয়ালসজ্জায় বৈচিত্র্যময় অনুষঙ্গও দেখা যেতে পারে। দেশজ কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থাপন করে—এমন অনুষঙ্গ যেমন থাকছে, তেমনি বৈশ্বিক পরিসরে সমাদৃত ধারা এবং রংও জায়গা করে নিতে পারে এ দেশের অন্দরে। 

কয়েক বছর ধরেই অন্দরে হালকা আসবাবের চল দেখা যাচ্ছে। অন্দরে প্রশান্তির পরশ চান সবাই। তাই রঙের রকমারিও নেই। অনুজ্জ্বল রঙের প্রাধান্য থাকছে অন্দরে। আসবাবের ক্ষেত্রে সমসাময়িক ধারাটাই জনপ্রিয়। তবে অন্দরসজ্জায় একাধিক ধারার সমন্বয়ও পছন্দ করছেন কেউ কেউ, যা চলছে বিশ্বজুড়েই। এ ক্ষেত্রে পুরো ঘর একই ধারায় সাজানো হলেও দু-একটি অনুষঙ্গ ভিন্ন ঘরানার হয়ে থাকে। এই ভিন্নতা আসতে পারে রঙে, আসবাবের ধরনে কিংবা অন্দরসজ্জায় ব্যবহৃত কোনো কাপড়ে। তবে যেটিই যেভাবে করা হোক না কেন, স্বস্তির দিকটাই প্রাধান্য পাবে। এমনটাই জানালেন আরএমএ আর্কিটেক্টসের প্রধান স্থপতি রাফিয়া মারিয়াম আহমেদ। 

prothomalo-bangla%2F2023-12%2F573c6718-001c-42ed-be23-3f02653bae2d%2FIMG_0062.jpg

২০২৪ সালে এ দেশের অন্দরসজ্জায় থাকছে মেটে রং, হালকা আসবাব এবং প্রাণ ও প্রকৃতির ছোঁয়াছবি : প্রথম আলো

 

অন্দরে প্রকৃতি

অন্দরে এখন গাছ রাখছেন অনেকে। এ বছরও এই ধারা চলমান থাকবে। পাশাপাশি অন্যান্য মাধ্যমেও প্রকৃতিকে নিয়ে আসা হচ্ছে। বাঁশ, বেত, কাঠ ও মাটির মতো প্রাকৃতিক উপকরণ ফিরে আসছে অন্দরে। বৈশ্বিক ধারায় ফুলেল কাজ, ফিতা বা লেইসের মতো উপকরণ পাবে গ্রহণযোগ্যতা।

রঙের ছটা

দেয়াল বা মেঝের জন্য নিরপেক্ষ রং বেছে নেওয়ার চল থাকবে এ বছর। একটা অংশে অবশ্য কিছুটা রঙের পরশ থাকতে পারে। বিশেষ করে বড় জায়গার ক্ষেত্রে হালকা ও গাঢ় রঙের সমন্বয় করা যেতে পারে। ছোট জায়গার জন্যও বেছে নিতে পারেন পেঁয়াজরং, জলপাই সবুজ বা সবুজের অন্যান্য হালকা শেড।

prothomalo-bangla%2F2024-01%2F1cb02ab3-4e38-486c-8e20-c861685b5654%2F2_87.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=576&dpr=1.3

                    দেয়াল বা মেঝের জন্য নিরপেক্ষ রং বেছে নেওয়ার চল থাকবে এ বছরছবি: সংগৃহীত

বৈশ্বিক ধারা থেকে অন্দরের নানা অনুষঙ্গের জন্য বাদামি, ধূসর, পিচ বা অ্যাপ্রিকটের মতো রং বেছে নিতে পারেন। অ্যাপ্রিকটের রঙের সঙ্গে নিরপেক্ষ ও প্রাকৃতিক রঙের সমন্বয় আনতে পারে উজ্জ্বল বৈপরীত্য।

দামি রত্নের রং কিংবা গোলাপি, কমলা আর লাল রংও আসতে পারে অন্দরের অনুষঙ্গে। বৈশ্বিক ধারায় কিন্তু এমন রংও আসতে পারে, যা সাধারণত কেউ অন্দরের রং হিসেবে ভাবেন না।

আসবাবের ধারা

আসবাবের রং হিসেবে প্রাকৃতিক কাঠের রং জনপ্রিয় থাকবে। হালকা শেডের কাঠরংও দেখা যেতে পারে। দেয়াল আর মেঝে যদি হয় নিরপেক্ষ রঙের, তাহলে আসবাবে ব্যবহৃত কাপড় একটু রংচঙে হলেও ক্ষতি নেই।

আধুনিক ধারায় সাদামাটা, মসৃণ আসবাবই জনপ্রিয়। তবে দু-একটা পুরোনো আসবাবও রাখা যেতে পারে। পুরো অন্দরে ভিন্নমাত্রিক এমন কিছু থাকলে সেটিকেও ভিত্তি করা যেতে পারে।

Uriel Erdman

I shall have to go on till you come to the jury. They were just beginning to see if she were.