রুপির দর সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৫ রুপি
ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। গতকাল বুধবার রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার রেকর্ড গড়ার পর আজ সকালে আরও পতন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ডলারের বিপরীতে ৮৫ দশমিক শূন্য ৬ রুপি পাওয়া যাচ্ছে। বুধবার ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে উঠে গিয়েছিল। মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।