২০২৪ সালের অন্দরসজ্জা কেমন হবে?
২০২৪ সালে এ দেশের অন্দরসজ্জায় থাকছে মেটে রং, হালকা আসবাব এবং প্রাণ ও প্রকৃতির ছোঁয়া। উজ্জ্বল রঙের ব্যবহার সীমিত রাখা হচ্ছে নির্দিষ্ট কোনো কোনো জায়গায়। দেয়ালসজ্জায় বৈচিত্র্যময় অনুষঙ্গও দেখা যেতে পারে। দেশজ কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থাপন করে—এমন অনুষঙ্গ যেমন থাকছে, তেমনি বৈশ্বিক পরিসরে সমাদৃত ধারা এবং রংও জায়গা করে নিতে পারে এ দেশের অন্দরে।